প্রাকৃতিক ভাবে সুন্দর হওয়ার উপায়

প্রাকৃতিক ভাবে সুন্দর হওয়ার উপায় । কালো, ফর্সা, মোটা, বেটে সবই আল্লাহর সৃষ্টি আপনি নিজে যা তা থেকে নিজেকে সুন্দর ও পরিপাটি করে ।তুলতে পা থেকে মাথা পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন ও প্রাকৃতিক ভাবে সুন্দর হওয়ার জন্য কিছু উপায়। প্রাকৃতিক ভাবে চুল সুন্দর করার উপায় সৌন্দর্যের কথা বলতে গেলে প্রথমে আসে মুখ আর এই মুখের সাথে জড়িত চুল, নাক চোখের পাপড়ি ভ্রত্বক ইত্যাদি ।
প্রাকৃতিক ভাবে সুন্দর হওয়ার উপায়



                                               

প্রাকৃতিক ভাবে চুল সুন্দর করার উপায় ব্যবহার করবেন 

  1. চুল পড়া রোধের উপায়

  1. সরিষার খোল

  1. কালোজিরা তেল

  1. কাঁচা ডিম

  1. মেহেদী বাটা

  1. ভেসলিন ও নারিকেল তেলের ব্যবহার

  1. শ্যাম্পু করার নিয়ম

  1. ঢেঁড়সর কন্ডিশনার 

  1. নারিকেল তেল

  1. পেঁয়াজের রস

  1. তেজ পাতা

  1. চায়ের পাতা

      13.কমলালেবু 
  1. ভিটামিন ই ক্যাপ

  1. ভিটামিন ই যুক্ত খাবার


কলার খোসার ব্যবহার 

প্রাকৃতিক ভাবে সুন্দর হওয়ার উপায় কলার খোসার ব্যবহার করবার মাধ্যমে অনেক উপকারিতা হবেন । কলার খোসা শুকিয়ে কালো করে নিতে হবে এরপর ব্লেন্ড করে মাথায় দিয়ে আধা ঘন্টা পর মাথা শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে । মাথার চুল কালো করতে সহায়তা করে।

সরিষার খোল ব্যবহার 

একটি বাটিতে পানি নিয়ে অল্প করে সরিষার খোল ভিজে রাখতে হবে। ভিজিয়ে রাখলে সরিষার খোল ব্লেন্ড হয়ে যাবে তা আঙুলে সাহায্যে মাথায় দিয়ে রাখতে হবে কারো কারো ক্ষেত্রে একটু জ্বালা হতে পারে মাথায় কিন্তু তাতে কোনো ক্ষতির সম্ভাবনা নেই। 

আধা ঘন্টা মাথায় রেখে পরিষ্কার পানিতে শ্যাম্পু করে মাথা ধুয়ে ফেলতে হবে। এটি মাথার চুলকে গভীর থেকে পরিষ্কার করে এবং সুন্দর ঝলমলে চুল। প্রাকৃতিক ভাবে সুন্দর হওয়ার উপায় সরিষার খোল ব্যবহার করবার মাধ্যমে অনেক উপকারিতা হবেন ।

কালিজিরা তেল ব্যবহার 

কালিজিরার তেল চোরকে করে মজবুত ঘন কালো সুন্দর ও ঝলমলে এতে কোন ক্ষতিকর কেমিক্যাল থাকে না। প্রাকৃতিক ভাবে সুন্দর হওয়ার উপায় কালিজিরার তেল ব্যবহার করবার মাধ্যমে অনেক উপকারিতা হবেন ।

কাঁচা ডিম ব্যবহার 

মুরগির দুইটা কাঁচা ডিম কুসুম বাদে শুধু সাদা অংশ মাথায় দিয়ে ১৫ থেকে ২০ মিনিট পর মাথা চুল ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।কাচা ডিম আছে প্রচুর পরিমাণে ভিটামিন যা চুলকে করে সুন্দর মজবুত এবং চুল পড়া রোধ করে।প্রাকৃতিক ভাবে সুন্দর হওয়ার উপায় কাঁচা ডিম ব্যবহার করবার মাধ্যমে অনেক উপকারিতা হবেন ।

মেহেদী বাটা ব্যবহার 

 মেহেদী ব্লেন্ড করে তার রস নিয়ে কাগজি লেবু তার সাথে মিশিয়ে মাথার গোড়ায় ভালোভাবে দিয়ে 15 থেকে 20 মিনিট পর পরিষ্কার পানি দিয়ে মাথা ধুয়ে ফেলতে হবে এটি চুল পড়া রোধ করে এবং চুলের করে সুন্দর । প্রাকৃতিক ভাবে সুন্দর হওয়া উপায় মেহেদী বাটা  ব্যবহার করবার মাধ্যমে অনেক উপকারিতা হবেন ।

ভেসিন ও নারিকেল তেলের ব্যবহার

একটি বাড়িতে সামান্য পরিমাণে তাতে নারিকেল তেল মিশিয়ে মাথায় রেখে ১৫ থেকে ২০ মিনিট পর শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলতে হবে এতে করে চুলের যত দূর হবে চুলের আগা ফাটা ফাটা দূর হবে চুল হবে নরম সুন্দর ঝলমলে।প্রাকৃতিক ভাবে সুন্দর হওয়ার উপায় ভেসিন ও নারিকেল তেলের ব্যবহার করবার মাধ্যমে অনেক উপকারিতা হবেন ।

শ্যাম্পু করার নিয়ম  

মাথার ত্বকের ক্ষতি হতে পারে শ্যাম্পু সরাসরি মাথায় দেওয়া উচিত নয়।একটি বাড়িতে অল্প পরিমাণ পানি নিয়ে তাদের শ্যাম্পু নিতে হবে সমপরিমাণ তারপরটা মিক্স করে চুল ভিজিয়ে নিয়ে মাথায় মেশানো শ্যাম্পু টি ব্যবহার করতে হবে। এটা চুল পরিষ্কার হলেও মাথার ত্বকের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে নাপ্রাকৃতিক ভাবে সুন্দর হওয়ার উপায় শ্যাম্পু করারনিয়ম ব্যবহার করবার মাধ্যমে অনেক উপকারিতা হবেন ।

ঢেঁড়সের কন্ডিশনার

ঢেড়স সুন্দরভাবে ধুয়ে কেটে নিয়ে গরম পানিতে তা সেদ্ধ করে নিতে হবে পড়েছা কোনি দিয়ে থেকে নিয়ে থেকে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। গোসলের এক ঘন্টা আগে মাথায় ভালো ভাবে ব্যবহার করে পরে পরিষ্কার পানিতে শ্যাম্পু করে মাথা ধরে ফেলতে হবে। প্রাকৃতিক ভাবে সুন্দর হওয়ার উপায় ঢেঁড়সের কন্ডিশনার ব্যবহার করবার মাধ্যমে অনেক উপকারিতা হবেন । এই যে চুল হবে ঝলমলে চুলে জট হওয়ার সম্ভাবনা কমে যায়। চুল সোজা হয়ে যায়। চুল হয় সুন্দর।প্রাকৃতিক ভাবে সুন্দর হওয়ার উপায় ঢেঁড়সের কন্ডিশনার ব্যবহার করবার মাধ্যমে অনেক উপকারিতা হবেন ।

পেঁয়াজের রস

কাঁচা পেঁয়াজ রস বের করে মাথায় চুলের গোড়ায় ভালোভাবে দিয়ে রাখতে হবে এবং সাধারণ পানি দিয়ে মাথায় ধুয়ে ফেলতে হবে। এতে চুল পড়া অনেকটাই কমে যায়।প্রাকৃতিক ভাবে সুন্দর হওয়ার উপায় কাঁচা পেঁয়াজ রস  ব্যবহার করবার মাধ্যমে অনেক উপকারিতা হবেন ।

তেজ পাতার ব্যবহার


চুলায় সামান্য গরম পানিতে তেজ পাতা দিয়ে ফুটে নিতে হবে এবং পানিসেই পানি ঠান্ডা করে স্প্রে সাহায্য মাথায় ব্যবহার করতে হবে। করে এটি চুলকে পড়ে পাওয়া রোধ করে।প্রাকৃতিক ভাবে সুন্দর হওয়ার উপায় তেজ পাতার ব্যবহারব্যবহার করবার মাধ্যমে অনেক উপকারিতা হবেন ।

চায়ের পাতা ব্যবহার

চা খাওয়ার পর চায়ের লিকার পড়ে থাকে গোসলের কিছুক্ষণ আগে এই চায়ের লিকার মাথায় দিয়ে পরিষ্কার পানিতে মাথা ধুয়ে ফেললে চুল হবে সুন্দর ও আকর্ষণীয়।প্রাকৃতিক ভাবে সুন্দর হওয়ার উপায় চায়ের ব্যবহার করবার মাধ্যমে অনেক উপকারিতা হবেন ।

কমলালেবু

কমলালেবু তে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি কমলাপুর রস মুখে পাঁচ থেকে দশ মিনিট রেখে দিতে হবে তারপর মুখ ধুয়ে ফেলতে হবে পরিষ্কার পানিতে এটি ত্বককে পরিষ্কার করে এবং তোকে করে উজ্জ্বল ও সুন্দর আকর্ষণীয়।

ভিটামিন ই ক্যাপ ও নারিকেল তেলের ব্যবহার

নারিকেল তেলের সাথে ভিটামিন ই ক্যাপ মিক্সড করে মুখে রেখে দিতে হবে এটা করে নরম আকর্ষণীয় ঝকঝকে কাঁচের মতো।

অলিভ অয়েল তেল

সুন্দর ও আকর্ষণীয় ত্বক পেতে অলিভ অয়েল তেলের বিকল্প অপরিসীম । শুধুমাত্র রাতে ঘুমাতে যাওয়ার আগে অল্প পরিমাণ অলিভ অয়েল তেল মুখে মেসেজ করে রেখে দিতে হবে এবং সকালে পরিষ্কার পানিতে মুখ ধুয়ে ফেলতে হবে এটি ত্বককে ভেতর থেকে করে সুন্দর ও আকর্ষণীয়।

সাবান ব্যবহার করা যাবে না

সাবানে রয়েছে খার এটি মুখে ব্যবহার করলে মুখের আদ্রতা নষ্ট হয় তবে কিছু সাবান আছে মুখের জন্য উপকারী যেমন ডাব সাবান যেন তসাবান মুখে ব্যবহার না করাই উচিত ফেসওয়াশ ব্যবহার করলে বেশি ভালো।

ভেসলিন

ত্বক সুন্দর করতে ভেসলিনের সাথে অল্প একটু পানি মিক্স করে হালকাভাবে মুখে দিলে মুখ সুন্দর কোমল হয়ে ওঠে।

অ্যালোভেরার ব্যবহার

সবুজ অংশগুলো বাদ দিয়ে মুখে আস্তে আস্তে মেসেজ করতে হবে এবং কিছুক্ষণ রেখে মুখ সুন্দরভাবে পরিষ্কার পানি ধুয়ে ফেলতে হবে অ্যালোভেরা এতে টক হবে সুন্দর ও সুস্থ ত্বক হবে ব্রণ কমে যাবে।

মেস্তা ও ব্রণ থেকে বাঁচার উপায়

বর্তমানে সৌন্দর্যের পরে পথে বড় বাধা হলো মেস্তা ও ব্রণ যা সৌন্দর্যকে নষ্ট করে এই ম্যাচটা ও ব্রণ থেকে বাঁচতে হলে

চোখ সুন্দর করার উপায়

সারাদিনে ধুলাবালি ও কাজের সূত্রে আমরা চোখের যত্ন নিতেই ভুলে যাই চোখের পাপড়ি ঝরে পড়ে চোখের নিচে কালো দাগ জমে চোখে পানি ঝাপটা দিয়ে গভীরভাবে চোখ পরিষ্কার করতে হবে । নারিকেল তেল চোখের পাপড়ি ও ভ্রুতে মাঝে মাঝে নারিকেল তেল দিলে চোখের পাপড়ি বড় হয় চোখের পাপড়ি ঝরে পড়ে না চোখের সৌন্দর্য বৃদ্ধি পায়।

ঠোঁট কালো  সুন্দর করার উপায়

ঠোঁট কালো দাগ দূর করার উপায় সুন্দর করার উপায়। সঠিক পরিচর্যা করতে হবে ব্যস্ততার মধ্য ত্বকের সৌন্দর্যের পাশাপাশি ঠোঁটের সৌন্দর্যটাও অনেক গুরুত্বপূর্ণ সুন্দর দাগহীন কালো মুক্ত ঠোঁট পেতে করণীয় প্রাকৃতিক উপায়।

মধু  সুন্দর করার উপায়

ঠোঁটে রেখে পাঁচ থেকে আট মিনিট পরে ধুয়ে ফেলতে হবে এতে মরা চামড়া দূর হয় ঠোঁট সুন্দর হয় ঠোঁটের সৌন্দর্য এবং ঠোঁটকে লাল করতে মধু ব্যবহার করা হয়ে থাকে।
১) সুন্দর ও কোমল ঠোঁট পেতে রাতে ঘুমানোর আগে ঠোঁটে নারিকেল তেল ব্যবহার করতে হবে কালো ভাব দূর করে।































এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ওরাও হাসবে নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url