আমলকির ব্যবহার ঔষধি গুনাগুন

আমলকির ব্যবহার যুগ যুগ ধরে ঔষধি পথ্য হিসেবে ব্যবহার হয়ে আসছে। ভিটামিন সমৃদ্ধ ফল সৃষ্টিকর্তা আমলকির ভেতরে দিয়েছেন রয়েছে অনেকগুলো রোগ দমনের ক্ষমতা। মানব জাতির উপকারে অপর নাম আমলকি ফল। আমলকির উপকারিতার ভেতর আজ আমরা জানবো আমলকি কিভাবে চুর এর উপকারে কাজ করে।

আমলকির ব্যবহার ঔষধি গুনাগুন



চুল ব্যবহার আমলকি 

চুল কালো করুন আমলকি দিয়ে আমলকির মিশ্রণের পেস্ট লাগালে কয়েক দিনেই চুল কালো হয়ে যায়। ৩০ গ্রাম শুকনো আমলকি, ১০ গ্রাম বহেরা, ৫০ গ্রাম আমের গুঁড়ো এবং ১০ গ্রাম শিকাকাই নিন। একটি লোহার প্যানে সারারাত ভিজিয়ে রাখুন। অল্প বয়সে চুল সাদা হয়ে গেলে প্রতিদিন এই পেস্টটি লাগান। কিছু দিনের মধ্যেই চুল কালো হতে শুরু করে।

 আরো বিস্তারিত পড়ুন চুল সুন্দর করার প্রাকৃতিক উপায়

আমলকি  চুল ব্যবহার  নানা গুনাগুন

আমলকি, রিঠা এবং শিকাকাই মিশিয়ে একটি ক্বাথ তৈরি করুন। চুলে লাগান। শুকানোর পর পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। চুল নরম, ঘন ও লম্বা করে।

 ঔষধ হিসেবে আমলকির ব্যবহার

এছাড়াও আমলকি বদ হজম, চোখের চিকিৎসা কানের চিকিৎসা সহ বেশ অনেকগুলো দিক পাওয়া গেছে আমলকির চিকিসা ক্ষেত্রে বর্তমানে ঔষধ কোম্পানি তাদের ঔষধ হিসেবে আমলকির ব্যবহার করছে।

 চুলের  আমলকির ব্যবহার 

আমলকি ফল, আমের কার্নেল ম্যারো একসাথে পিষে নিন। মাথায় লাগালে চুলের গোড়া শক্ত হয় এবং চুল কালো হয়।হিবিস্কাস ফুলের সাথে শিকাকাই এবং আমলকি গুঁড়ো পিষে নিন। গোসলের আগে মাথায় কিছুক্ষণ রেখে তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
সাবধানতা:

সার্জারি হলে এড়িয়ে চলুন-

কিছু ক্ষেত্রে ফলটিকে এড়িয়ে যাওয়া ভাল। যদি কোনও সার্জারি হয়ে থাকে বা কোনও ব্লাড থিনিংয়ের ওষুধ খান কেউ, তা হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে আমলকি খাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। অন্তঃসত্ত্বা বা যাঁরা বাচ্চাকে স্তন্যপান করাচ্ছেন, তাঁদেরও আমলকি এড়িয়ে যাওয়া ভালো।

হার্টের জন্য ক্ষতিকর- 

এটি একটি শক্তিশালী কার্ডিওভাসকুলার উদ্দীপক। তবে আমলা আপনার হৃদয়ে কোনও কঠোর প্রভাব পড়ে না। তবে, বিশেষজ্ঞদের মতে কার্ডিয়াক সমস্যাযুক্ত কোনও সমস্যা থাকলে এই ফলটি ব্যবহার করার আগে তাদের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ওরাও হাসবে নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url