পানি দূষণের কারণ ও প্রতিকার

পানি দূষণ আর একটা বড় কারণ জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে যে হারে খাল ডোবা ,নদী ভরাট করে বসতি ‍তৈরী  করছে । জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সে হারে কারখানা বেশি হচ্ছে এবং তা তৈরী করছে আশেপাশে ।



পানি দূষণের  মূল কারণ 

পানি দূষণের প্রধান উৎস হিসেবে চিহ্নিত করা হয় কারখানা, বিদ্যুৎকেন্দ্র এবং আবর্জনা প্রক্রিয়াজাতকরণ  এর থাকে বর্জ্য সাধারণত পাইপের মাধ্যমে নদী, জলাশয় বা স্রোতধারায় অপসারণ করা হয় পানি দূষণ করে ।রাসায়নিক ও জীবাণুঘটিত মিশ্রণের ফলে অনিরাপদ ও  দূষণ হচ্ছে  পানি ।

পানি দূষণের কারণ গুলো 

  1.   নানা ভাবে রাসায়নিক সার ও কীটনাশক বৃষ্টির পানির সাথে মিশে পুকুর, খাল- বিল, নদ-নদীর পানি দূষিত করে ।
  2.  কলকারখানার বর্জ্য  ও পয়:নিষ্কাশন পানির সাথে মিশে পানি দূষিত হয় ।
  3. পুকুর বা জলাশয়ের উপর কাঁচা পায়খানা তৈরি মাধ্যমে পানির সাথে মিশে  পানি দূষিত হয়। 
  4. পানিতে গবাদি পশু গোসল ও কাপড়চোপড় ধুলে করালে পানি দূষিত হয়।
  5.  বিভিন্ন কলেরা, আমাশয়, টাইফয়েড ও ডায়রিয়া রোগীর মলমূত্র, বিছানাপত্র ও জামাকাপডড় পানিতে ধোয়া পানি দূষণের কারণ।
 বাড়ির ব্যবহূত আবর্জনা ও প্রাণীর মৃতদেহ পানিতে ফেললে পানি দূষিত হয়  
পয়:নিষ্কাশন ও কলকারখানার বর্জ্য পদার্থের মাধ্যমে পানি দূষিত হয়
পুকুর বা জলাশয়ের উপর কাঁচা পায়খানা তৈরি করলে পানি দূষিত হয়। 

পানি দূষণের প্রধান কারণ

ভূ-পৃষ্ঠের উপরের পানি দূষণ  সাগর, নদী, জলাভূমি, পুকুর এবং প্লাবনভূমির পানিই ভূ-পৃষ্ঠের উপরের পানির প্রধান উৎস

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ওরাও হাসবে নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url