কবিতা জুঁই ফুল


জুঁই ফুল

কাউসার সামির

জুঁই নামের একটি মেয়ে জানলা দিয়ে এসে, ফিস ফিয়ে বলল আমায় মিষ্টি সুরে হাসে। উদাস মনে ঘরের কোন বসেই একা একা, শুধু জানলা দিয়ে দেখছে আমি উইকি মারে মারে , আসবো কবো ফুল ডালে ডালে। জুঁই ফুল আসবো গাছে গাঁথবো ফুলে মালা। সকাল সন্ধ্যের দেখছে তাই জুঁই ফুল গাছের চারা। ফুলের গন্ধ ঘুম আসবে না, একা থাকবো জাগে। জোনাকি পুকা থাকবো সাথে, জুঁই ফুলে ডালে ডালে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ওরাও হাসবে নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url